১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেক ব্যানার্জীর পদযাত্রায় অনুমতি দিলনা ত্রিপুরা পুলিশ। রবীন্দ্রভবন থেকে চৌমোহিনী পর্যন্ত পদযাত্রার কথা ছিল। কিন্তু ওইদিন একই রুটে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচী রয়েছে। তাই অভিষেককে অনুমতি দেয়নি পুলিশ।
এই বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি। তাই অভিষেকের পদযাত্রা বন্ধ করতে চাইছে।
এরআগে প্রথমবার ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর কনভয়ে হামলা চালানো হয়। সেই ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেন অভিষেক। সাংবাদিদের সামনে তিনি জানান, এই মাটিতে যখন পা রেখেছি, তখন মাটি জয় করে তবেই ফিরব।
ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল। বাংলা থেকে নেতা মন্ত্রীরা যাতায়াত করছেন উত্তর-পূর্বের এই রাজ্যে। তৃণ মূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেক ব্যানার্জি বলেছিলেন, দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের প্রভাব বিস্তার করবে তৃণমূল।
Comments are closed.