৩ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ টি এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে পুর্ব রেল। আরও কয়েকটি এক্সপ্রেস ট্রেনের ঘুরপথে চলবে বলে জানিয়েছে পূর্ব রেল। হাওড়া ডিভিশনের রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে তৃতীয় লাইন নির্মাণের কাজ হবে। সেই কারণে ১৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
দেখে নিন বাতিল ট্রেনের তালিকা
২২৩২১ হুল এক্সপ্রেস: ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
২২৩২২ হুল এক্সপ্রেস: ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩০২৭ আপ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩০৪৫ আপ ময়ূরাক্ষী এক্সপ্রেস: ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১২৩৪৭ শহিদ এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩০২৯ আপ মোকামা এক্সপ্রেস: ৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
১৩০৫৩ আপ কুলিক এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর।
১৩০২৮ ডাউন আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস: ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
১২৩৩৭ শান্তিনিকেতন এক্সপ্রেস: ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
১৩১৮৭ মা তারা এক্সপ্রেস: ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
১৩১৮৮ মা তারা এক্সপ্রেস: ১২ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
১৩০৩১ আপ জয়নগর এক্সপ্রেস: ১২ এবং ১৩ সেপ্টেম্বর বাতিল থাকবে।
১৩০৩২ আপ জয়নগর এক্সপ্রেস: ১৩ এবং ১৪ সেপ্টেম্বর বাতিল থাকবে।
১৩০৪৬ ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৩০৩০ ডাউন মোকামা এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
১৩০৫৪ ডাউন কুলিক এক্সপ্রেস: ৬ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
ঘুরপথে চলবে ১৩১৬১ ডাউন বালুরঘাট এক্সপ্রস। ১২৩৬৪ ডাউন হলদিবাড়ি এক্সপ্রস। ১৩১৭৬ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রস। এছাড়াও ১৩০১৫ আপ জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১৩০১৬ ডাউন জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ০৩১১১ আপ শিয়ালদহ-রামপুরহাট প্যাসেঞ্জার, ১৩০১৮ ডাউন গণদেবতা এক্সপ্রেস।
Comments are closed.