‘নিষ্টুরতার কাছে মাথা নত করেননি, এটা আপনাদের জয়’, মোদীর কৃষি আইন বাতিল ঘোষণার পর টুইট মমতা ব্যানার্জির

অবশেষে বাতিল হয়েছে তিনটি কৃষি আইন। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনটি আইন বাতিল করার ঘোষণা করেছেন। এরপরই টুইট করে কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, আমার আন্তরিক অভিনন্দন প্রত্যেক কৃষককে। এটা আপনাদের জয়।

তিনি লেখেন, এই লড়াইয়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছে তঁদের প্রত্যেকক আমার গভীর সমবেদনা। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা জানান নরেন্দ্র মোদী। গত প্রায় এক বছর ধরে ওই আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন কৃষকরা। এদিন মোদী বলেন, বলেছেন, হয়তো আমাদেরও কিছু ভুল ছিল। সেই সঙ্গে বিল প্রত্যাহারের কথা ঘোষণা করে মোদী আক্ষেপ করে বলেন, আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষকদের বোঝাতে পারেনি।

আর এরপরেই একের পর এক টুইট করে কৃষকদের অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি লিখেছেন, কৃষকদের সংগ্রাম সফল হল।

বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়,সুখেন্দশেখর রায়। কৃষি আইন প্রত্যাহার নিয়েই একাধিক টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Comments are closed.