অবশেষে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল সহ ১৮ টি বিরোধী দলের জোট। মঙ্গলবার শরদ পাওয়ারের ডাকা বিরোধী দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে যশবন্ত সিনহার নাম নির্বাচিত হয় রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই প্রথম কোনও তৃণমূল নেতা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
মঙ্গলবারই তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন যশবন্ত সিনহা। ২০১৮ সাল পর্যন্ত তিনি বিজেপিতে ছিলেন। বাজপেয়ী মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। অর্থমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০২১ সালের মার্চ মাসে তিনি তৃণমূলে যোগ দেন। বর্তমানে তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি ছিলেন তিনি।
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধী জোটের প্রথম পছন্দ ছিল এনসিপি নেতা শরদ পাওয়ার। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি রাজি হননি। এরপর ফারুখ আব্দুল্লাহ, গোপালকৃষ্ণ গান্ধীর নাম আলোচনায় উঠে এলেও তাঁরা নির্বাচনে লড়তে চাননি। জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিই যশবন্ত সিনহার নাম প্রস্তাব করেন। কংগ্রেস, সিপিএম প্রথমে মৃদু আপত্তি জানালেও পরে তারা সমর্থন জানায়। যশবন্ত সিনহাও প্রার্থী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন বলে খবর। এখন দেখার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি রাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করে।
Comments are closed.