২ মিনিটে পরীক্ষা, ১৫ মিনিটে রেজাল্ট, বাজারে করোনা পরীক্ষার নতুন কিট ‘কোভিসেলফ’

টেস্ট করতে সময় লাগবে ২ মিনিট, আর ১৫ মিনিটের মধ্যেই হাতে চলে আসবে রেজাল্ট

বাড়িতে বসে করোনা পরীক্ষা। টেস্ট করতে সময় লাগবে ২ মিনিট, আর ১৫ মিনিটের মধ্যেই হাতে চলে আসবে রেজাল্ট।

কোভিসেলফ নামে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টিং কিট ব্যবহারে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ICMR। বাড়িতেই এই কিট দিয়ে কীভাবে করোনা পরীক্ষা করা যাবে আর কারা এই পরীক্ষা করতে পারবে, সেই নিয়ে একটি গাইডলাইনও প্ৰকাশ করেছে ICMR. পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড বানাচ্ছে এই কিট।

আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে এই কিট। ৭ লক্ষ ফার্মাসিতে এই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেডের ডিরেক্টর সুজিত জৈন। দেশের ৯০ শতাংশ জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই কিট।

নিজে নিজেই করা যাবে এই পরীক্ষা। কীভাবে টেস্ট করা যাবে, তা ম্যানুয়ালে লেখা থাকবে বলেও জানিয়েছেন সুজিত জৈন। এদিন ICMR এর তরফ থেকে বলা হয়েছে যাঁদের কোভিডের লক্ষণ আছে এবং যাঁরা করোনা রোগীর সংস্পর্শে এসেছেন তাঁরাই এই টেস্ট করাতে পারেন।

কোভিসেলফের রেজাল্ট একটি মোবাইল অ্যাপের মধ্যে আপলোড করতে হবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপ পাওয়া যাবে বলে জানিয়েছে ICMR। টেস্ট করানোর পর টেস্ট স্ট্রিপের একটি ছবিও জমা করতে হবে ওই অ্যাপে। এই সংক্রান্ত সব তথ্য চলে যাবে সার্ভারে। যা ICMR-এর কোভিড-19 পোর্টালের সঙ্গে যুক্ত। সেই তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে ICMR।

Comments are closed.