হরিয়ানার হাসপাতাল থেকে চুরি গেল প্রায় ২ হাজার করোনা টিকা! তুমুল চাঞ্চল্য
চোরেরা হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিন ছাড়া অন্য কোনও ভ্যাকসিন বা ওষুধ ছুঁয়েও দেখেনি
দেশ জুড়ে যখন করোনা টিকার আকাল। অক্সিজেন সরবরাহতেও ঘাটতি। এই পরিস্থিতিতে প্রায় ১৭০০ টির বেশি করোনা টিকা চুরি গেল হরিয়ানার এক সরকারি হাসপাতাল থেকে!
স্থান- হরিয়ানার জিন্দা সিভিল হাসপাতাল। সময়- বৃহস্পতিবার সকালে হাসপাতালের এক কর্মী প্রথম বিষয়টি খেয়াল করেন। সিভিল লাইন্স থানার SHO রাজেন্দ্র সিংহ জানিয়েছেন, হাসপাতাল থেকে মোট ১ হাজার ২৭০ টি কোভিশিল্ড এবং ৪৪০ টি কোভ্যাক্সিনের ডোজ চুরি যায়। তিনি আরও জানিয়েছেন, চোরেরা হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিন ছাড়া অন্য কোনও ভ্যাকসিন বা ওষুধ ছুঁয়েও দেখেনি।
হাসপাতাল সূত্রে খবর, করোনা ভ্যাকসিন চুরি যাওয়ার পরও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুত রয়েছে।
জানুয়ারি থেকে প্রথম দফার করোনা টিকাকরণ শুরু হয়েছে। এর পর থেকে বেশ কয়েকটি রাজ্যে বিপুল পরিমাণ ভ্যাকসিন ডোজ নষ্ট হয়েছে বলে খবর। সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে সবচেয়ে বেশি ভ্যাকসিন অপচয় হয়েছে। প্রায় ১২ শতাংশের বেশি। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। সেখানে ভ্যাকসিন অপচয় হয়েছে প্রায় ৯.৯ শতাংশ, এরপর একে একে পাঞ্জাব, মণিপুর এবং তেলঙ্গানা। সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১১ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলিকে দেওয়া ১০ কোটি ডোজের মধ্যে ৪৪ লাখের বেশি ডোজ নষ্ট হয়েছে।
Comments are closed.