বুধবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল। সেই সঙ্গে আগামী বছর অর্থাৎ ২০২৪-এর উচ্চমাধ্যমিকের নির্ঘন্টও সংসদ প্রকাশ করেছে। তাতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার তারিখ যেমন এগিয়ে আনা হয়েছে। একই সাথে পরীক্ষার সময়েরও পরিবর্তন করা হয়েছে।
আগামী বছর পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি এবং শেষ ২৯ ফেব্রুয়ারি। প্রায় একমাস এগিয়ে আনা হয়েছে পরীক্ষা। সেই সঙ্গে প্রতিবারে পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর ১টা ১৫ মিনিটে। তবে আগামীবার তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৪-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা এবং শেষ হবে ৩টে ১৫ মিনিটে।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষার সূচি…
১৬ ফেব্রুয়ারি- ২০২৪ হবে প্রথম ভাষার পরীক্ষা।
১৭ ফেব্রুয়ারি-ভোকেশনাল বিষয়।
১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষার পরীক্ষা।
২০ ফেব্রুয়ারি- অর্থনীতি বিষয়ের পরীক্ষা।
২১ ফেব্রুয়ারি – পদার্থবিদ্যা, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের পরীক্ষা।
২২ ফেব্রুয়ারি – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস।
২৩ ফেব্রুয়ারি – কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির পরীক্ষা।
২৪ ফেব্রুয়ারি – রসায়ন, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক ,ফ্রেঞ্চ।
২৭ ফেব্রুয়ারি- অঙ্ক, মনোস্তত্ববিদ্যা, অ্যানথ্রপোলজি, কৃষিবিদ্যা, ইতিহাস।
২৮ ফেব্রুয়ারি- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্স
২৯ ফেব্রুয়ারি- স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
Comments are closed.