দেউচা-পাঁচামি নিয়ে ইতিবাচক পদক্ষেপ স্থানীয়দের, প্রকল্পের জন্য জমি দিলেন ২১০ জন

রাজ্য সরকারের ঘোষিত প্যাকেজে সন্তুষ্ট দেউচা পাঁচামির এক অংশের বাসিন্দা। জমির বদলে চাকরির ঘোষণার পরেই সোমবার জমিদাতাদের একাংশ প্রকল্পের জন্য জমি দিতে সম্মত হন। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, এদিন দেউচা-পাঁচামির কয়লাখনির প্রজেক্ট এলাকার অফিসে ৪০০ জনেরও বেশি জমিদাতা তাঁদের জমির কাগজপত্র নিয়ে হাজির হন। ইচ্ছুক জমি দাতাদের ২১০ জনের কাগজপত্র ঠিক থাকায় তাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে। 

বীরভূমের জেলাশাসক জানান, বাকি ইচ্ছুক জমিদাতাদের কাগজ দ্রুত ঠিক করার প্রক্রিয়া চলছে। সমস্যার সমাধান হলেই বাকিদেরও আবেদন মঞ্জুর করা হবে। পাশাপাশি তিনি আরও বলেন,আগে প্যাকেজের টাকা জমিদাতাদের ব্যাংকে পাঠানো হবে, সেই সঙ্গে পরিবারের একজন চাকরির  নিয়োগ পত্র হাতে পাবেন। তারপরেই প্রকল্পের কাজের জন্য জমি অধিগ্রহণ করা হবে। 

কয়লাখনি নিয়ে এলাকার একটি বড় অংশের মানুষ সরকারের পাশে দাঁড়ালেও বেশ কয়েকজন প্রকল্পের বিপক্ষেও সওয়াল করেছেন। এই আবহে ২১০ জন জমিদাতার জমি দিতে সম্মত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ। 

 

Comments are closed.