পুজো মিটলেই রাজ্যে ফের ভোট। খরদহ, শান্তিপুর, গোসাবা, দিনহাটা কেন্দ্রে ভোট ৩০ অক্টোবর। চার কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে CRPF মোতায়েন থাকবে ৮ কোম্পানি, BSF থাকবে ৯ কোম্পানি, CISF ৫ কোম্পানি এবং SSB জওয়ান ৫ কোম্পানি। সূত্রের খবর, ১৩ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে।
এর আগে ভবানীপুরের উপনির্বাচন এবং জঙ্গিপুর, সামসেরগঞ্জের ভোটের জন্য ৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছিল কমিশন। যার মধ্যে শুধু ভবানীপুরের ভোটের জন্যই ৩৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল।
৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ দিন ১৩ অক্টোবর। ভোট গণনা ২ নভেম্বর। উল্লেখ্য, ইতিমধ্যেই চার কেন্দ্রের জন্য মনোয়ন জমা দিয়েছেন তৃণমূলের চার প্রার্থী। পাশাপাশি যযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপি তাঁদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। তারকা প্রচারকের তালিকায় দুই দলই চমক রেখেছে।
Comments are closed.