পার্ক সার্কাস গুলিকাণ্ডে মৃত রিমা সিংহের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ, ভাইকে চাকরি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
পার্ক সার্কাসের গুলিকাণ্ডে মৃতা রিমা সিংহের মাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করলেন তিনি। তাঁর ভাইকে চাকরির আশ্বাস দিলেন। সংবাদমাধ্যমকে রিমার মা জানিয়েছেন, ছেলের বায়োডাটা চেয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন পরিবারের সঙ্গে থাকবেন।
শুক্রবার দুপুরে পার্কসার্কাসে আচমকাই এলোপাথারি গুলি চালাতে শুরু করেন চুদুপ লেপচা নামের এক পুলিশ কর্মী। কলকাতা পুলিশের পঞ্চম ব্যাটেলিয়নে কর্মরত ওই পুলিশ কর্মী বাংলাদেশ হাই কমিশনের বাইরে মোতায়েন ছিল। সেইসময় অ্যাপ মারফত বাইক বুক করে যাচ্ছিলেন রিমা সিংহ। সেই গুলিতে মৃত্যু হয় পথচারী রিমা সিংহের।
এরপর নিজেও আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী। এই খবর শোনা মাত্র কান্নায় ভেঙে পড়েন রিমার পরিবার। শোকের ছায়া হাওড়ার দাসনগরেও। সংবাদমাধ্যমকে রিমার মা জানান, মেয়ের উপার্জনের অর্থ দিয়েই সংসার চলত তাঁদের। শনিবার তাঁর মাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর মা জানিয়েছেন, দিদি ফোন করেছিলেন। বলেছেন, মেয়েকে তো ফেরত দিতে পারব না। কিন্তু আমি সর্বতভাবে আপনাদের পাশে আছি। রিমার বাবা কী করেন, জানতে চেয়ে তিনি বলেন, কোনও একটা দোকানে যেন তিনি বসতে পারেন, সেই ব্যবস্থাও করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। মৃত পুলিশকর্মী চুদুপ লেপচা কালিম্পংয়ের বাসিন্দা। এক দিন আগেই ছুটি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন তিনি।
Comments are closed.