বাম শাসিত কেরল বিধানসভায় আয়োজিত হচ্ছে ‘গণতন্ত্রের ক্ষমতা’ শীর্ষক আলোচনাসভা; যোগ দিতে যাচ্ছেন বাংলার ৫ মহিলা বিধায়ক
স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে কেরলের বিধাসভায় একটি আলোচনাসভার আয়োজন করেছে সে রাজ্যের বাম সরকার। ‘গণতন্ত্রের ক্ষমতা’ শীর্ষক ওই আলোচনাসভায় যোগ দিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের পাঁচ মহিলা বিধায়ক। আগামী ২৬ এবং ২৭ মে, দুদিন ধরে চলবে ওই আলোচনা সভা।
জানা গিয়েছে, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল কেরলে যাচ্ছেন। শশী পাঁজা ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন, চৌরঙ্গীর বিধায়ক নয়না ব্যানার্জি, সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগম, সোনারপুর দক্ষিণের লাভলি মিত্র এবং ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। বুধবারই পাঁচ বিধায়ক কেরলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও প্রায় সব রাজ্য থেকেই মহিলা বিধায়ক, বিধান পরিষদের সদস্যদের এই আলোচনাসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। দু’দিনের ওই আলোচনাসভা তিরুঅনন্তপুরমে হওয়ার কথা। আলোচনাসভা শেষে অতিথিদের ভ্রমণেরও ব্যবস্থা করেছে কেরল সরকার।
Comments are closed.