প্রায় সব বুধ ফেরত সমীক্ষা সত্যি করে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যে এখনও পর্যন্ত প্রথম স্থানে বিজেপি। গণনার শুরু থেকেই যে উত্তরপ্রদেশের দিকে নজর ছিল দেশবাসীর সেখানে ২৬৭ টি আসনে এগিয়ে বিজেপি। অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপি-ই সরকার গড়ছে। বাকি গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডেও এগিয়ে বিজেপি। গোয়া ৪০ টি আসনের মধ্যে এখনও ১৮ টি আসনে এগিয়ে বিজেপি। মনিপুরে ৬০ টির মধ্যে ২৫ টি আসনে এগিয়ে এবং উত্তরাখণ্ডে ৭০ টি আসনের মধ্যে ৪৫ টিতে এগিয়ে গেরুয়া শিবির।
এদিকে দিল্লির বাইরে প্রথমবার পাঞ্জাবে সরকার গড়ার পথে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাবে ১১৫ টি আসনের মধ্যে ৮৯ টি আসনে এগিয়ে আপ। কংগ্রেস এগিয়ে ১৪ টি আসনে। বিজেপি ৪ টিতে।
অন্যদিকে গোয়াতে প্রথমবার উল্লেখযোগ্য ভাবে উঠে এসেছে তৃণমূল। গোয়ার ৪০ টি আসনের মধ্যে ৫ টি আসনে এগিয়ে তৃণমূল। যেখানে গোয়ায় কংগ্রেস ১২ টি আসনে এগিয়ে। পর্যবেক্ষকদের মধ্যে গোয়ায় সরকার গড়তে তৃণমূল এবং জোটসঙ্গীরা বড় ভূমিকা নিতে পারে।
Comments are closed.