ট্রেনযাত্রীর কাছ থেকে উদ্ধার হল ৬১ লক্ষ ৩৫ হাজার টাকা। লোকাল ট্রেনে যাত্রা করছিল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা অভিষেক। মঙ্গলবার বিকেলে নৈহাটি স্টেশনে রুটিন চেকিং করছিল জিআরপি। সেইসময় আপ কল্যাণী লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয় জিআরপির। তার কাছে থাকা বিশালাকার ব্যাগ খুলতেই দেখা যায় সেখানে রয়েছে বিপুল পরিমাণ টাকা।
অভিষেক সোনকার ওরফে রোহন নামে ওই যুবকের বয়স ২৪। জিআরপির কাছে সে জানায়, মাঝেমধ্যে এত পরিমাণ টাকা নিয়ে যাতায়াত করে সে। কিন্তু এই টাকা কোথা থেকে পেল সে? কে তাকে দিল এত টাকা? এইসব উত্তর দিতে পারে নি সে। তাই তাকে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয়। রাতেই ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সকালে আনা হয় টাকা গোনার মেশিন। দেখা যায় ব্যাগে রয়েছে ৬১ লক্ষ ৩৫ হাজার টাকা। এত টাকা এল কীভাবে? সে কোনও দুষ্কৃতী গ্যাংয়ের সঙ্গে জড়িত কিনা? এইসব প্রশ্নের উত্তরে পুলিশের কাছে বারবার বয়ান বদল করছে অভিষেক। প্রথমে সে জানায়, টিটাগড়ের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে কাজ করত সে। কিন্তু টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কোথায়? তা বলতে পারেনি ।
যুবকের ফোনে পাওয়া গিয়েছে একটি ১০ টাকার ছেঁড়া নোটের একটি অংশ। আশঙ্কা করা হচ্ছে ওই নোটের বাকি অংশটি অপর ব্যক্তির কাছে রয়েছে। দুটি অংশ মিলেই লেনদেন সম্পূর্ণ হত। নৈহাটি ও টিটাগড়ের বিভিন্ন জান্যগায় তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা।
Comments are closed.