ইউক্রেনের সুমিতে আটকে থাকা ৬৯৪ পড়ুয়াকেই উদ্ধার করা সম্ভব হয়েছ। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। সাংবাদিকদের সামনে তিনি জানান, কন্ট্রোল রুমের সঙ্গে নিজে কথা বলেছি। সুমিতে ৬৯৪ জন ভারতীয় আটকে ছিলেন। তাঁরা সবাই ফিরছেন।
রাশিয়ার রাজধানী কিভের কাছেই সুমি। সংঘর্ষের কেন্দ্রস্থল এই শহর। ক্রমাগত বরফ পড়ছে সেই শহরে। ওইস্থানে আটকে থাকা পড়ুয়ারা বারবার তাঁদের উদ্ধারের জন্য অনুরোধ করছিলেন। তাঁরা জানিয়েছিলেন, ইউক্রেনের পশ্চিম প্রান্তে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁরা ৫০ কিমি দূরে রাশিয়া সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর উদ্যোগ নেয় ভারত সরকার। সুমিতে আটকে থাকা ভারতীয়দের ‘সেফ করিডোর’ না করে দেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের কাছে বারবার আর্জি জানানো সত্ত্বেও সুমিতে আটকে ভারতীয় পড়ুয়াদের সেফ করিডোরের বিষয়টি বাস্তবায়িত হয়নি। রাশিয়া জানায়, সুমি থেকে সাধারণ নাগরিকদের ফেরাতে দুটি করিডরের প্রস্তাব দেওয়া হয় কিভকে। কিন্তু তা খুলতে রাজি হয়নি ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন, দুই দেশের প্রধানের সঙ্গে। এরপরেই মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জানান, সুমি থেক আটকে থাক পড়ুয়াদের ফিরিয়ে আনা হচ্ছে।
Comments are closed.