রাজ্য সরকারের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে UPSC-তে সফল ৭ পড়ুয়া; ট্যুইটে শুভেচছা মুখ্যমন্ত্রীর 

বাংলার পড়ুয়ারা যাতে UPSC-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় সফল হতে পারেন, সেই লক্ষ্যে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার গড়েছিল মমতা ব্যানার্জির সরকার। আর সেই স্টাডি সেন্টারই এবার নজির গড়ল। এবারের ইউপিএসসি পরীক্ষায় রাজ্যের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে পড়ে সফল হয়েছেন সাত জন। চৈতন্য ক্ষেমানি, ঈশান সিং, আকাঙ্খা ঝা, মহম্মদ বুরহান জামান, প্রিয়াঙ্কা মণ্ডল এবং সৌরভ দাস। এঁরা প্রত্যেকেই সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে UPSC-এর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বাংলার সাত পড়ুয়ার সাফল্যে এদিন শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটে লিখেছেন, আমি অত্যন্ত গর্বিত যে বংলার ৭ পড়ুয়া রাজ্য সরকারের সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষিত হয়ে UPSC-তে সফল হয়েছেন। আমি প্রত্যেক সফল যুবক, যুবতী এবং তাঁদের পরিবারকে অভিনন্দন জানাই। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও লেখেন, আমি গর্বিত যে আমাদের সরকার দু বছর আগে সর্বভারতীয় স্তরে চাকরি পরীক্ষার জন্য রাজ্যের পড়ুয়াদের প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছিল, তা এত দ্রুত সাফল্য এনে দিয়েছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার UPSC-এর ফল প্রকাশিত হয়েছে। তাতে সারা দেশের মধ্যে সফল হয়েছে ৯৩৩ জন। যার মধ্যে বাংলা থেকে রয়েছেন ৭ জন। এবং এঁরা প্রত্যেকেই রাজ্য সরকারের স্টাডি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। 

Comments are closed.