৯/১১ এর মতোই ভয়াবহ জঙ্গি হামলা ঘটানো হবে ভারতে, তাও আবার এয়ার ইন্ডিয়ার বিমান ব্যবহার করে। বৃহস্পতিবার রাতে এমনই এক হুমকি ফোনে তীব্র চাঞ্চল্য ছড়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই সঙ্গে হুমকি ফোনে আরও বলা হয়, দিল্লি থেকে লন্ডনগামী এক এয়ার ইন্ডিয়ার বিমানও ব্লাস্টে উড়িয়ে দেওয়া হবে।
হুমকি ফোন পেয়েই নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর যায় কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছেও। ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এয়ারপোর্টে গতিবিধির উপর কড়া নজর রাখা হয়েছে। অতিরিক্ত চেকিং-এর জন্য যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তাঁরা যেন হাতে সময় নিয়ে এয়ারপোর্টে আসেন।
আইবি সূত্রে খবর, বিমানবন্দরে ফোন করা হয়েছিল তিন ডিজিটের একটি নাম্বার থেকে। নাম্বারের লোকেশন ট্রেস করে জানা গিয়েছে ফোনটি করা হয়েছিল, দিল্লির নাঙ্গলোই এলাকা থেকে। তবে ইন্টারনেট ব্যবহার করে ফোনটি বিদেশ থেকেও করা হয়ে থাকতে পারে বলে মনে করেছেন গোয়েন্দারা। দিল্লি পুলিশ সহ আইবির আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রাথমিক তদন্তে ভুয়ো কল বলে সন্দেহ করা হলেও কোনওরকম ঝুঁকি নিতে নারাজ নয়া দিল্লি। তালিবানের কাবুল দখলের পর সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তিত ভারত, এই আবহে এমন একটি ফোন কলকে গুরুত্ব দিয়ে দেখছেন আইবি অফিসাররা। ফোনের উৎস খোঁজার চেষ্টায় তদন্তে নেমেছেন তাঁরা।
Comments are closed.