পেনশন সংস্কারের প্রতিবাদে ব্রাজিলে অতি দক্ষিণপন্থী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক ধর্মঘট বামেদের, স্তব্ধ গোটা দেশ
চলছে কোপা আমেরিকা। ব্রাজিল পারবে কি ট্রফির খরা কাটাতে? উত্তেজনা-উন্মাদনায় যেন ফুটছে গোটা দেশ। এই পর্বেই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পেলে-নেইমা-রোনাল্ডোর দেশ। পেনশন সংস্কারের প্রতিবাদে বাম্পন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকে সারা দেশে পালিত হল সর্বাত্মক ধর্মঘট। শুনসান রাজপথে ধর্মঘটের সমর্থনে লাল ঝাণ্ডা কাঁধে প্রতিবাদ মিছিলে পা মেলালেন হাজার হাজার ব্রাজিলিয়ান।
বিতর্কের সূত্রপাত ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারোর সংস্কারের পদক্ষেপ নিয়ে। অতি দক্ষিণপন্থী বলসোনারোর সংস্কারের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছিল সে দেশের বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো। কিন্তু বিরোধিতা তোয়াক্কা না করে, সম্প্রতি পেনশন ক্ষেত্রেও ব্যাপক সংস্কারের পরিকল্পনা করেন বলসোনারো। আর তাতেই আগুনে ঘি পড়ে। প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। পেনশন সংস্কারের তীব্র বিরোধিতা করে পথে নামে ট্রেড ইউনিয়নগুলো। সরকারকে জানিয়ে দেওয়া হয়, সংস্কারের সিদ্ধান্ত না বদলালে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা। শেষ পর্যন্ত তাই হল। সর্বাত্মক ধর্মঘট পালন করল ব্রাজিল।
ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ধর্মঘটের জেরে স্তব্ধ সাও পাওলো, রিও ডি’জেনেইরো, সালভাদোর, মানাউস সহ কার্যত গোটা দেশ। ট্রেড ইউনিয়নগুলোর দাবি, তাদের দাবির প্রতি সহমর্মিতা দেখিয়ে দেশের সিংহভাগ মানুষ ধর্মঘটকে সমর্থন করেছেন। সফল হয়েছে ধর্মঘট।
সূত্রের খবর, ব্রাজিলের ৬৩ টি শহরে ধর্মঘট সর্বাত্মক। ৮০ টি শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ২৩৩ টি শহর থেকে প্রতিবাদ-অবরোধের খবর পাওয়া গিয়েছে। কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ধর্মঘটকারীরা। পুলিশ বেশ কয়েকটি জায়গায় লাঠি ও কাঁদানে গ্যাস চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এদিকে শিক্ষাক্ষেত্রে সরকারি দখলদারির প্রতিবাদে একই সঙ্গে কর্মবিরতিতে নেমেছিলেন ব্রাজিলের অধ্যাপক এবং গবেষক-পড়ুয়ারা। ট্রেড ইউনিয়নগুলোর দাবির সঙ্গে সহমত পোষণ করে তাঁরাও ধর্মঘট সফল করতে পথে নামেন বলে সূত্রের খবর।
এদিকে চাপ বাড়ছে বলসোনারোর উপর। ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েদেজ ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, সংস্কার বিলে সামান্য অদলবদল হলেও তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে চাপ বাড়াচ্ছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো। এই পরিস্থিতিতে কী করবেন প্রেসিডেন্ট বলসোনারো, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
Comments are closed.