বড় ধাক্কা পাকিস্তানের, কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের নির্দেশ পুনর্বিবেচনা করতে হবে, জানাল আন্তর্জাতিক আদালত, বড় জয় ভারতের
আন্তর্জাতিক ন্যায় আদালতে বড় ধাক্কা পাকিস্তানের। কুলভূষণ মামলায় কার্যত জয় পেল ভারত। দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত বুধবার রায়ে জানাল, কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড রদ করে সেই রায়ের পুনর্বিবেচনা করতেই হবে পাক আদালতকে। পাশাপাশি ভারতকে কনস্যুলার অ্যাকসেস দেওয়ারও নির্দেশ আন্তর্জাতিক ন্যায় আদালতের।
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত কুলভূষণ মামলার রায় ঘোষণা করে। ১০ জন বিচারপতিকে নিয়ে গড়া আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ, পাকিস্তানের সামরিক আদালতে কুলভূষণ যাদবকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়, তা পুনর্বিবেচনা করতে হবে। আপাতত ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না বলে জানিয়ে দেয় দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত। সেই সঙ্গে কুলভূষণের পরিবারকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্যও পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়।
ভারতের পক্ষে আন্তর্জাতিক ন্যায় আদালতে বুধবার দাবি করা হয়, কুলভূষণের সঙ্গে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না (কনস্যুলার অ্যাক্সেস)। এই প্রেক্ষিতেও আন্তর্জাতিক আদালত জানিয়ে দেয়, পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের সদস্যদের সঙ্গে কুলভূষণের সাক্ষাতের অনুমতি দিতে হবে।
২০১৬ সালের ৩ রা মার্চ ইরান থেকে পাকিস্তানে ঢোকার পর গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে বালুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এরপর ২০১৭ সালে এপ্রিলে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক ন্যায় আদালতে যায় ভারত। ভারতের তরফ থেকে দাবি করা হয়, ইরানে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। ইরান থেকে তাঁকে অপহরণ করা হয় বলে আন্তর্জাতিক আদালতে সওয়াল করে ভারত। এরপর কুলভূষণের মৃত্যদণ্ডে স্থগিতাদেশ দিয়েছিল দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত। সেই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘনেরও অভিযোগ তোলে ভারত। কুলভূষণের মৃত্যদণ্ডের রায়কে বিচারের নামে প্রহসন বলে সওয়াল করেছিল ভারত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার পর দু’দেশের সম্পর্কে আরও খারাপ হয়, ঠিক সে সময়ই আন্তর্জাতিক আদালতে চলছিল কুলভূষণ মামলায় চার দিনের শুনানি। এরপর গত ৪ জুলাই আন্তর্জাতিক ন্যায় আদালত জানিয়েছিল ১৭ জুলাই সংশ্লিষ্ট মামলার রায়দান হবে। কুলভূষণ মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতের বুধবারের রায়কে ভারতের বড় জয় বলে মনে করছে দেশের কূটনৈতিক মহল।
Comments are closed.