রানিং ট্র্যাকে ফের সোনার দৌড় হিমা দাসের! দু’সপ্তাহে ৪ সোনা জিতে নয়া নজির অসমের অ্যাথলিটের

ট্র‍্যাকে নেমে সোনা জেতা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন স্প্রিন্টার হিমা দাস। শেষ ১৫ দিনে এই নিয়ে ৪ টি সোনা জিতলেন হিমা। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত তাবর অ্যাথলেটিক্স মিটে  ২০০ মিটার রেস ২৩.২৫ সেকেন্ডে শেষ করেন হিমা দাস। যদিও এই ইভেন্টে তাঁর সেরা সময় ২৩.১০ সেকেন্ড। বুধবারের এই জয়ের পরে আন্তর্জাতিক মঞ্চে গত ১৫ দিনের মধ্যে চতুর্থ সোনার পদক ছিনিয়ে নিয়ে নয়া নজির গড়লেন এই ভারতীয় অ্যাথলিট। তাবর অ্যাথলেটিক্স মিটে দ্বিতীয় হন ভারতেরই আর এক স্প্রিন্টার ভি কে ভিস্মায়া।
গত ২ রা জুলাই পোলান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি’তে চলতি বছরে নিজের প্রথম সোনা জেতেন হিমা দাস। সেবার ২০০ মিটার দৌড় শেষ করতে অসমের সোনার মেয়ের সময় লেগেছিল ২৩.৬৫ সেকেন্ড। এরপর গত ৭ ই জুলাই কুতনো মিটের ২০০ মিটার দৌড়ে ফের সোনা পান হিমা। সময় নিয়েছিলেন ২৩.৯৭ সেকেন্ড। এরপর ১৫ ই জুলাই চেক প্রজাতন্ত্রে ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে তৃতীয় সোনা লাভ করেন তিনি।
২০১৮ সালের জুলাইয়ে ফিনল্যান্ডে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতেছিলেন হিমা দাস। ৫১.৪৬ সেকেন্ডে ৪০০ মিটার রেস শেষ করেছিলেন আদতে অসমের বাসিন্দা ১৯ বছরের হিমা দাস।

Comments are closed.