পরপর সোনা জয়ের মধ্যেই হিমা দাসের দুশ্চিন্তা অসমের বন্যা নিয়ে, দিলেন নিজের অর্ধেক বেতন, সাহায্য চাইলেন সবার

তখন চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত তাবর অ্যাথলেটিক্স মিটে চতুর্থ সোনা জেতার প্রস্তুতিতে ব্যস্ত। অনুশীলনের মাঝেই খবর পেয়েছিলেন, তাঁর রাজ্য অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা। যে মানুষরা তাঁর প্রতিটি দৌড়ে সঙ্গে থেকেছে, তাঁর সাফল্যে গর্ব অনুভব করেছে, তাঁদের দুঃসময়ে পাশে দাঁড়ানো অবশ্য কর্তব্য বলে মনে করেছেন ১৯ বছরের হিমা দাস। অ্যাথলেটিক্স মিটের মাঝেই জানিয়ে দিলেন, নিজের বেতনের অর্ধেক অংশ অসমের বন্যা দুর্গতদের দান করবেন।
তারপর ট্র্যাকে নেমেই ফের সোনা জয় হিমা দাসে। গত ১৫ দিনে পরপর ৪ টি সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন অসমের ১৯ বছরের অ্যাথলিট হিমা দাস। কিন্তু তাঁর এই সোনা জয়ের মতোই অসমের বন্যা দুর্গতদের জন্য অর্ধেক বেতন দানের খবরও নজর কেড়েছে বহু মানুষের। অসমের বন্যা কবলিতদের জন্য শুধু নিজের অর্ধেক বেতন দানই করলেন স্প্রিন্টার হিমা দাস, তাঁর রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য সবার সাহায্য চাইলেন অসমের সোনার মেয়ে। তাঁর রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অন্যদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানালেন হিমা।
দু’দিন আগে সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লেখেন, ‘আমার রাজ্য অসমের বন্যা পরিস্থিতি বিপজ্জনক। ৩৩ টি জেলার ৩০ টি এখন বন্যা কবলিত হয়ে পড়েছে।’ তাই তাঁর রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিটি কর্পোরেট হাউস থেকে সাধারণ মানুষকে ট্যুইটারে আবেদন করেন হিমা দাস।
গত কয়েক দিনে অসমে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বাড়ি-ঘর হারিয়ে সরকারি অস্থায়ী শিবিরে দিন কাটছে হাজার-হাজার মানুষের।
তখন চেক প্রজাতন্ত্রে তাবর অ্যাথলেটিক্স মিটে দেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত হচ্ছিলেন হিমা দাস। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত তাবর অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার রেস ২৩.২৫ সেকেন্ডে শেষ করে চলতি বছরের চার নম্বর সোনার পদক ছিনিয়ে নিয়েছেন হিমা। বুধবার এই পদক পাওয়ার আগে গত ১৫ দিনে পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি, কুতনো মিট, চেক প্রজাতন্ত্রে ক্লাদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে সোনা জিতেছেন হিমা। তবে যে রাজ্যের মানুষের উৎসাহ, শুভেচ্ছে নিয়ে সাফল্য পেয়েছেন, ভিন দেশ থেকেও তাঁদের জন্য সমব্যথী অসমের সোনার মেয়ে হিমা দাস।

Comments are closed.