বিশ্বের সেরা ১০ কর্মদক্ষ সিইও’র তালিকায় উঠে এল ৩ ভারতীয় বংশদ্ভুত সিইও’র নাম। সম্প্রতি ‘দ্য বেষ্ট পারফর্মিং সিইও’স ইন দ্য ওয়ার্ল্ড, ২০১৯’ নামে হার্ভার্ড বিজনেস রিভিউ-এর তালিকা প্রকাশিত হয়েছে। ১০০ জনের এই তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন প্রযুক্তি সংস্থা এনভিআইডিএ’র সিইও জেনশন হুয়াং।
এই তালিকাতেই সেরা দশে নাম উঠে এসেছে তিন ভারতীয় বংশদ্ভুতের নাম। তালিকার ৬ নম্বরে নাম রয়েছে অ্যাডবের সিইও শান্তনু নারায়ণের। তালিকার সাত নম্বরে নাম রয়েছে মাস্টার কার্ডের সিইও অজয় বাঙ্গার। মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার নাম রয়েছে ৯ নম্বরে। এই তালিকায় ৮৯ নম্বরে নাম রয়েছে ডিবিএস ব্যাঙ্কের সিইও পীযূষ গুপ্তার।
তবে তাৎপর্যপূর্ণ হল আমাজনের প্রধান জেফ বেজস এবারের তালিকায় স্থান করে নিতে পারেননি। ২০১৪ সাল থেকে টানা এই তালিকার শীর্ষে ছিলেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন ৪ জন মহিলা সিইও। এই তালিকায় যাঁরা স্থান পেয়েছেন তাঁদের গড় বয়স ৪৫ বছর। প্রত্যেকেরই নিজের নিজের সংস্থায় প্রায় ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।
Comments are closed.