উত্তর প্রদেশে যোগীর ‘বদলা’ শুরু, ২৫ লক্ষ টাকা চেয়ে ৬০ জনকে সরকারি নোটিস
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির জন্য ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠানো শুরু হল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে। মোট ২৫ লক্ষ টাকা চেয়ে ৬০ জনকে সরকারি নোটিস পাঠায় উত্তরপ্রদেশ প্রশাসন। তাঁদের মধ্যে ২৮ জন রামপুরের, বাকিরা গোরক্ষপুরের।
তবে কানপুর এবং আরও কয়েকটি এলাকায় পুলিশের বিরুদ্ধে যে ভাঙচুরের অভিযোগ উঠেছে, সে ব্যাপারে উত্তরপ্রদেশ সরকারের কোনও সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। নাগরিকত্ব বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলার সময়ই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, বিক্ষোভকারীদের সম্পত্তি নিলাম করে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায় করা হবে। রামপুর প্রশাসনের হিসেব, গোটা জেলায় ২৫ লক্ষ টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। ভাঙচুরের জন্য এই জেলায় ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন।
Comments are closed.