করোনা মোকাবিলা নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার সর্বদলীয় বৈঠক ডাকলেন। স্বীকৃত সব রাজনৈতিক দলকে ওই বৈঠকে ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
ইতিমধ্যেই সব বিরোধী রাজনৈতিক দল করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থাকার কথা জানিয়েছে।
এদিকে করোনার কারণে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বাতিল বলে জানানো হয়েছে।
এর মধ্যে শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতর এক নির্দেশিকায় রাজ্যবাসীর উদ্দেশে জানিয়েছে, খুব জরুরি দরকার ছাড়া কেউ যেন কলকাতায় এবং জেলায় সরকারি হাসপাতালগুলিতে আউটডোরে না আসেন আগামী দু’এক সপ্তাহ।
রবিবার থেকে রাজ্যে সমস্ত রেস্তোরাঁ, পানশালা, বিনোদন পার্ক বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ বলবৎ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। বাতিল করে দেওয়া হয়েছে ২৩, ২৫ এবং ২৭ মার্চের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ওই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ১৫ এপ্রিলের পর ঠিক হবে বলে শিক্ষা দফতর জানিয়েছে।
Comments are closed.