করোনাভাইরাসের জন্য দেশের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা হতে পারে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন। ব্রিটিশ ব্রোকারেজ সংস্থা বার্কলেজ এক সমীক্ষায় জানিয়েছে, করোনার কারণে ভারতকে জিডিপি’র প্রায় ৪ শতাংশ হারাতে হবে। এর পরিমাণ ১২ হাজার কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ কোটি টাকা। বার্কলেজ আরও বলছে, চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ২.৫ শতাংশ হতে পারে। ২০২০-২১ অর্থবর্ষে তা বড় জোর ৩.৫ শতাংশের কাছাকাছি থাকতে পারে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার অবিলম্বে ১.৫ লক্ষ কোটি টাকার ত্রাণ প্রকল্প ঘোষণা করতে চলেছে বলে সূত্রের খবর। ওই সংস্থা বলছে, কেন্দ্র যে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে, তাতেই ক্ষতির পরিমাণ ৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। এর পর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তার দিকে তাকিয়ে সকলে।
করোনার আগে থেকেই বিশ্ববাজারের হাল খারাপ। ভারতের অবস্থাও একেবারেই ভালো নয়। শিল্প নেই, ব্যবসা নেই। তার মধ্যে করোনার হামলা। মূল্যায়ন সংস্থা কেয়ার রেটিংস বলছে, চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধি হতে পারে ১.৫ থেকে, ২.৫ শতাংশ। ইনস্টিটিউট ফর ইকনমিক রিসার্চ এক সমীক্ষায় জানাচ্ছে, জার্মানির আর্থিক বৃদ্ধির হার ২০ শতাংশ কমতে পারে করোনার জন্য। সব মিলিয়ে গোটা বিশ্বই আজ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে।
কেন্দ্রীয় তথ্যমন্ত্রী প্রকাশ জাভরেকর অবশ্য বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর বলেছেন, আগে আমরা মহামারির মোকাবিলা করি। তারপর আর্থিক ক্ষয়ক্ষতির হিসেব করা যাবে।
Comments are closed.