রাজ্যের সবচেয়ে জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেল এবিপি আনন্দে সম্প্রচারিত খবরে ফটোশপ করে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ।
বুধবার বিকেল ৪ টে নাগাদ নিজস্ব ট্যুইটার হ্যান্ডেল থেকে কলকাতা পুলিশ একটি ট্যুইট করে। সেখানে এবিপি আনন্দ চ্যানেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের একটি ছবি এবং অন্যপাশে লকডাউন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া ছিল। চ্যানেলের স্ক্রিনশট হিসেবে এই ছবিটি শেয়ার করে কলকাতা পুলিশ লেখে, একটি বেসরকারি টিভি চ্যানেলে এই খবরটি সম্প্রচারিত হয়েছে, যা তথ্যগতভাবে ঠিক নয়।
পরে জানা যায়, এবিপি আনন্দের খবরকে বিকৃত করে প্রচার করা হয়েছে। এবিপি আনন্দ ফেক নিউজ ছড়ায়নি। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের সময় যে খবর লিখিতভাবে প্রচার করা হয়, তা ফটোশপ করে প্রচার করে কেউ। এভাবে খবর ফটোশপ করে কারা প্রচার করল তা নিয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।
করোনা আবহে ফেক নিউজের জেরে নাজেহাল প্রশাসন। ভুয়ো খবরের ফাঁদে পা দিয়ে গোলমালের ঘটনাও শোনা গিয়েছে। এই প্রেক্ষিতে প্রথম সারির এবং সর্বাধিক জনপ্রিয় সংবাদমাধ্যমের খবরকে ফটোশপ করে ছড়ানোর ঘটনা ঘটল রাজ্যে।
Comments are closed.