সল্টলেকের একটি পুজো মণ্ডপ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনা গাঙ্গুলির নাচ ও বাবুল সুপ্রিয়র গানের পর বক্তৃতা করেন মোদী। তার ছত্রে ছত্রে ছিল বাঙালিকে কাছে টানার প্রয়াস। কখনও আবৃত্তি করলেন বাংলার মাটি, বাংলার জল। আবার কখনও দুর্গা মন্ত্র জপলেন। ভূয়সী প্রশংসা করলেন বাঙালির উৎসব মুখরতার। অনুকূল ঠাকুর থেকে বাবা লোকনাথ, সুচিত্রা সেন থেকে রামমোহন রায়, বিখ্যাত বাঙালিদের নাম নিলেন একাধিকবার। সবশেষে মনে করিয়ে দিলেন করোনা সঙ্কটের কথা। রাজ্যবাসীকে মাস্ক পরার আর্জি জানান প্রধান মন্ত্রী।
Comments are closed.