ছেলে হওয়ার পর থেকে সেভাবে বাইরের বন্ধু দের সাথে আর দেখা যায়নি রাজ বা শুভশ্রী কাউকেই। এই রবিবার বন্ধুদের সাথে বেরোলেন টলি অভিনেত্রী শুভশ্রী। সেইসব ছবি নিজেই নিজের সোশাল মিডিয়া তে পোস্ট করেছেন তিনি। যা এখন রীতিমত ভাইরাল।
ছেলে ইউ ভানের জন্মের পর থেকেই রাজ বা শুভশ্রী কাউকেই দেখা যায়নি সেভাবে ছেলেকে বাদ দিয়ে অন্য ফটো পোস্ট করতে। নেটিজেন রাও তাই এখন ছোট্ট ইউভান কে দেখার অপেক্ষাতেই থাকেন। ছেলে এখন খুব ছোট তার উপর এই বছরের করোনা এর কারনে পুজোতেও বেরোননি মা শুভশ্রী। খালি দিদির বাড়ি গিয়েছিলেন পুজোয়।
এই প্রথম ছেলে হবার পর শুভশ্রী বাইরে বেরোলেন। হট লুকের সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়া তে।
তবে ছেলেকে ছেড়ে বাইরে গিয়ে যে নতুন মায়ের খুব কষ্ট হয়েছে, তা তাঁর স্ট্যাটাস দেখলেই স্পষ্ট হবে। কারণ বাড়ি ফেরার পরেই শুভশ্রী ছেলের একটি ভিডিও শেয়ার করেছেন।
সেই ভিডিও ক্যাপশনে টলি নায়িকা লিখেছেন, “Back to my World”। অর্থাৎ সন্তানই যে এখন তাঁর পৃথিবী, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
Comments are closed.