সুখবর! দুই হাজার প্রার্থী নিয়োগ হবে SBI এ! এখনই জেনে নিন আবেদনের পদ্ধতি!

দেশের বৃহত্তম ব্যাংক SBI এই করোনা এর আবহেই সুখবর দিল। দুই হাজার শূন্য পদে প্রবেশনারি অফিসার হিসাবে প্রার্থী নিয়োগ করতে চলেছে তারা। এরই মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আবেদন করার লাস্ট ডেট ৪ই ডিসেম্বর। প্রিলিম পরীক্ষার পর হবে মেইন পরীক্ষা আর তারপর ইন্টারভিউ। এই ভাবে এক এক ধাপে প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি প্রয়োজন। তবে চূড়ান্ত বর্ষ চলছে এরকম প্রার্থীরাও অ্যাপ্লাই করতে পারবেন।

বয়স সীমা: ১ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷

শূন্যপদ: মোট শূন্যপদ রয়েছে ২০০০টি৷ সাধারণ প্রার্থীদের জন্য রয়েছে ৮১০টি শূন্যপদ৷ তফসিল জাতি প্রার্থীদের জন্য রয়েছে ৩০০টি৷ তফসিল উপজাতিদের জন্য রয়েছে ১৫০টি শূন্যপদ৷ ওবিসিদের জন্য রয়েছে ৫৪০টি শূন্যপদ৷

ফি: অসংরক্ষিত ও ওবিসি দের জন্য আবেদন ফি ৭৫০ টাকা। তফসিলি দের জন্য কোনো ফি লাগবেনা বলে জানানো হয়েছে।

পরীক্ষা: প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা ৩১ শে ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারির মধ্যে। অন্যদিকে মেন পরীক্ষা ২৯ শে জানুয়ারি হবে বলে জানা গেছে।

Comments are closed.