পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে শীত আসছে বাংলায়, মেঘ কাটলেই পারদ নামবে ৫ ডিগ্রি, আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস
নভেম্বর শেষ হতে চলল বাংলায় শীত কই? হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির হাত ধরেই তাপমাত্রা নামবে। শীত পড়বে বঙ্গে। আগামী ২৪ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি থেকে উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত জেলায় জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মেঘ কাটার সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।
পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘণ্টা পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে যেতে পারে। আকাশ মেঘলা থাকায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। তবে আগামী সপ্তাহ ৫ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে পূর্বাভাস। সেই সঙ্গে পূবালি হাওয়ার প্রভাব কমে নতুন করে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ পড়ে যাবে আগামী সপ্তাহেই। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীত পড়ে গিয়েছে।
Comments are closed.