অনেকেই বেসিনের মুখে ময়লা জমে গেলে বিরম্বনায় পড়েন। জল নির্গমন হতে চায়না আর। কিন্তু খুব সহজেই এই পাইপ থেকে ময়লা দূর করার পদ্ধতি আছে। বাড়িতেই পাওয়া যাবে এমন কিছু উপাদান দিয়ে এটা করা যায়। লবণ, বেকিং সোডা, ভিনেগারসহ কয়েকটি উপাদানের সাহায্যে কিভাবে করা যায় এই সহজ কাজ, জেনে নিন!
আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার জল ফুটিয়ে গরম সেই জল ঢেলে ঠিক আধা ঘণ্টা পর ধীরে ধীরে জল ঢালুন। দুই লিটার জল ঢালা হলে ও আরও খানিকটা গরম দল ঢালুন যেন লবণ পুরোপুরি দূ’র হয়। লবণের স’ঙ্গে স’ঙ্গে দূ’র হবে জমে থাকা ময়লাও।
এরপর ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূ’র ক’রতে সাহায্য করবে।
আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে। কিছুক্ষণ অপেক্ষা করে সাদা ভিনেগার ঢেলে দিন এক কাপ। শেষে গরম জল দিয়ে দিন। এতেও খুব ভালো ভাবে বেসিনের পাইপ পরিষ্কার করা যায়। তাহলে আর দেরি কেন! বেসিনে জমে থাকা ময়লা দূর করুন এখনি।
Comments are closed.