নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। খাঁড়ার ঘায়ের মতো তার উপর এসে পড়ল রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি। ২০২০ র শেষ মাসে বাড়ছে মধ্যবিত্তের সমস্যা।
বাজারে জিনিসপত্রের দাম ক্রমেই বাড়ছে। এবার ৫০ টাকা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম। অর্থাৎ কলকাতায় ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। এবার তা বৃদ্ধি পেয়ে হল ৬৭০.৫ টাকা।
এখন রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলো রান্নার গ্যাসের দাম ঠিক করে। সোমবার তারা জানিয়েছিল এই বছর আর গ্যাসের দাম বাড়ছে না। কিন্তু তার দুদিনের মধ্যে জানা গেল কলকাতায় দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৫০ টাকা।এর আগে অগাস্ট মাসে শেষবার সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ পয়সা। ডিসেম্বরের শুরুতে তা আরও বাড়ল ৫০ টাকা!
Comments are closed.