খুশির হাওয়া আম্বানি পরিবারে। বিয়ের মাত্র এক বছরের মধ্যেই খুশির খবর দিলেন অম্বানি পুত্রবধূ। বাবা হলেন আকাশ আম্বানি। বুধবার পুত্র সন্তানের জন্ম দেন আকাশের স্ত্রী শ্লোকা মেহতা। শ্লোকা এবং সদ্যোজাত দুজনেই ভাল আছেন বলে খবর। গত বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকাশ আম্বানি। ছোটবেলার বান্ধবী শ্লোকা মেহতার সঙ্গে বিয়ে হয় আকাশের। ইতিমধ্যেই সুখবর পেতেই খুশির হাওয়া বইছে আম্বানি পরিবারে। অসংখ্য শুভেচ্ছা বার্তা এসেছে আম্বানি পরিবারে।
Many many many congratulations to Shloka & Akash Ambani on becoming proud parents of a baby boy today .
Sending the newest Ambani so much love ❤ pic.twitter.com/FE7WxYcSp7— Tehseen Poonawalla Official (@tehseenp) December 10, 2020
Comments are closed.