সিবিআই হেফাজত থেকে উধাও ১০৩ কেজি সোনা!
সিবিআইয়ের অভিযানে বাজেয়াপ্ত কমপক্ষে ৪৫ কোটি টাকা মূল্যের প্রায় ১০৩ কেজি সোনা উধাও হয়ে গেছে বলে সূত্রের খবর। সোনা উধাওয়ের তদন্তের ভার বর্তেছে স্থানীয় পুলিশের উপর। সবমিলিয়ে সোনা গায়েব কাণ্ডে তোলপাড় চেন্নাই।
২০১২ সালে সুরানা কর্পোরেশন নামে চেন্নাইয়ের এক সংস্থা থেকে ১০৩ কিলো সোনা বাজেয়াপ্ত করেছিল সিবিআই। জানা গিয়েছে, বিদেশ থেকে সোনা–রুপা আমদানির কারবার করা এই সংস্থার বিরুদ্ধে ৮ বছর আগে নিয়ম বহির্ভূতভাবে অলঙ্কার আমদানির অভিযোগ ওঠে। হানা দেয় সিবিআই, সংস্থার মোট ৪০০ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়। গয়নাগুলি যে ভল্টে রাখা ছিল তার চাবি চেন্নাইয়ের সিবিআইয়ের বিশেষ আদালতের কাছে জমা।
গত বছর ডিসেম্বর মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বাজেয়াপ্ত সোনা বিক্রি করে সুরানা কর্পোরেশনের ঋণ শোধ করার নির্দেশ দেয়। কিন্তু ভল্ট খুলে দেখা যায় সোনা গায়েব!
আদালত সোনা গায়েব মামলার তদন্ত তুলে দিয়েছে তামিলনাড়ু পুলিশের হাতে। সিবিআই আদালতে আবেদন করেছিল যাতে তদন্তের ভার সিবিআইয়ের হাতেই থাকে। কিন্তু আদালত স্থানীয় পুলিশকে সোনা খোঁজার ভার দেওয়ায় বিড়ম্বনায় সিবিআই আধিকারিকরা।
Comments are closed.