নতুন পোস্টে ফের নেটিজেনদের মন ভোলালো রাজ, দেখুন সেই নতুন ছবি

আবারও শুভশ্রী এবং য়ুবানের নতুন ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী। ছবির ক্যাপশানে পরিচালক লেখেন, “তোমাদের দুজনের এক ঝলক দেখতে পেলে, সারাটা দিন ভাল যায়”। মাঝে মাঝেই নিজের ইন্সটা প্রোফাইলে বয় এবং ছেলেকে ভালবাসা জানাতেও দেখা যায় রাজ চক্রবর্তীকে। র এবারো তেমনটাই হল, ছবি শেয়ার করতে না করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় রাজের এই নতুন ছবি। কিছুদিন আগেই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রাজের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেন শুভশ্রী।

এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভশ্রী তাঁর নিজের একটি ওয়ার্কআউটের ছবিও পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, ‘Lets do it.’। এমনকি পরে ১২ ডিসেম্বর ছেলের ৩ মাস পূর্ণ হতেই শুভশ্রীকে মাতৃত্বের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন রাজ। ক্যাপশানে লিখেছেন, ‘The apples of my eyes, Happy 3 month of motherhood’।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

হ্যাশ ট্যাগে রইল #yuvaan #happy3month #fatherhood। পুজোর মাঝেও শুভশ্রী ছেলের সাথে কাটানো দুস্টু মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন। বলার অপেক্ষা রাখে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই রাজপুত্র। আর তা ভালোই পছন্দের বিষয় নেটিজেনদের।

Comments are closed.