“কপিল-গিনি”র পরিবারে নতুন সদস্যের আগমন
এক বছরের কন্যা আন্ন্যারা শর্মার পর, এবার পুত্র সন্তানের মুখ দেখল কপিল-পরিবার।
বলিউড-কমেডি ওয়ার্ল্ডের অন্যতম তারকা কপিল শর্মা এবং তাঁর স্ত্রী গিনি ছাত্রথের কোল আলো করে এবার পুত্র সন্তান জন্ম নিল। এক বছরের কন্যা আন্ন্যারা শর্মার পর, এবার পুত্র সন্তানের মুখ দেখল কপিল-পরিবার। সোমবার ভোর বেলা একটি টুইটের করে ফ্যান এরিয়ায় সুখবরটি ছড়িয়ে দেন কপিল স্বয়ং।
Namaskaar 🙏 we are blessed with a Baby boy this early morning, by the grace of God Baby n Mother both r fine, thank you so much for all the love, blessings n prayers 🙏 love you all ❤️ginni n kapil 🤗 #gratitude 🙏
— Kapil Sharma (@KapilSharmaK9) February 1, 2021
এই হিন্দু-শিক দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৮-র ডিসেম্বর মাসে। এরপর বছর ঘুরতে না ঘুরতেই কপিল-কন্যা আন্ন্যারার জন্ম হয়। এবার কপিলের সুখী-পরিবারে যুক্ত হল আরও এক সদস্য। নতুন সদস্যের আগমনে বেশ খুশি কপিল-গিনি।
নতুন সদস্যের আগমন বার্তা গত সপ্তাহেই আভাস দিয়েছিল। ফ্যান মহলে কথোপকথন চলাকালীন কপিল শর্মা জানায়, তাঁদের দ্বিতীয় সন্তান আগমনরত… এবং এই সময় তাঁর স্ত্রীর কাছে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোশ্যাল মিডিয়ায় সুখবর দেওয়া মাত্রই শুভেচ্ছার ঝড় ওঠে কপিলের কমেন্ট বক্সে। ফ্যানেদের আশীর্বাদ ও শুভেচ্ছা ছাড়াও অভিনেতা রিতেশ দেশমুখ থেকে শুরু করে ক্রিকেটার সুরেশ রায়না, মিতালি রাজ, সাইনা নেওয়াল সকলেই কপিল-গিনিকে অভিনন্দন জানিয়েছে।
Comments are closed.