স্বাস্থ্য সাথী প্রকল্পে ১০-১৫% রেট বৃদ্ধি করল রাজ্য সরসরকার। সরকারের এই প্রকল্প রাজ্য জুড়ে বিপুল জনপ্রিয়তা পেলেও কিছু প্রাইভেট হাসপাতাল নার্সিংহোম থেকে রুগী ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। রাজ্য সরকারের এদিনের ঘোষণায় এই সমস্যা থাকবে না বললে মনে করছে পর্যবেক্ষকরা।
অনেকদিন ধরেই স্বাস্থ্যসাথীর প্যাকেজের রেট বাড়ানোর দাবি জানিয়েছিল রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম। তাদের অভিযোগ রাজ্যের ঠিক করে দেওয়া রেটে চিকিৎসা করতে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছিল। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব আলাপন ব্যানার্জি এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের সঙ্গে বৈঠক করেন। তারপরই বেসরকারি হাসপাতালগুলির দাবি মেনে স্বাস্থ্যসাথীর প্যাকেজে বিভিন্ন চিকিৎসায় গড়ে ১০-১৫% রেট বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার।
[আরও পড়ুন- কে হবেন নতুন CBI ডিরেক্টার? দুর্নীতি মামলায় ক্লিনচিট রাকেশ আস্থানাকে]
এখন রাজ্যের ১ হাজার ৫৩৭ টি প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর সুবিথা পাওয়া যায়। এছাড়াও নতুন করে আরো ৪২৫ টি প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে।
Comments are closed.