চাকরি ও শিল্পের দাবিতে বাম ছাত্র-যুবর নবান্ন অভিযান, শুরুতেই ধুন্ধুমার
পুলিশের চোখে ধুলো দিয়ে নির্ধারিত সময়ের আগেই নবান্নে পৌঁছে স্লোগান দিতে শুরু করেন কয়েকজন বাম ছাত্র-যুব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর গ্রেফতার করা হয় তাদের।
শিক্ষা ও কাজের দাবিতে বাম ছাত্র যুব সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে মিছিলের রুটে ইতিমধ্যেই ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাম নেতৃত্ব জানিয়েছেন হাওড়া স্টেশন থেকে মিছিল প্রথমে যাবে কলেজ স্কোয়ার সেখান থেকে নবান্ন অভিযান শুরু হবে। হাওড়া স্টেশন থেকে মিছিল সোজা নবান্নে চলে আসতে পারে, এই আশঙ্কায় হাওড়া স্টেশনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তবে পুলিশের চোখ এড়িয়ে ইতিমধ্যেই কিছু DYFI কর্মী সোজা নবান্নে গেটে পৌঁছে যান। নির্ধারিত সময়ের আগেই নবান্নের সামনে পৌঁছে তাঁরা স্লোগান দিতে থাকেন। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বাম ছাত্র-যুবদের। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।
হাওড়ার পাশাপাশি অন্য একটি মিছিল আসবে শিয়ালদহ স্টেশন থেকে। কলেজ স্ট্রিটে মিলিত হবে হাওড়া ও শিয়ালদহর মিছিল। তারপর সেখান থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে নবান্ন যাবে বাম ছাত্র-যুবদের মিছিল।
Comments are closed.