TMC Candidate List: আজই তৃণমূলের প্রার্থী তালিকা? জল্পনা
এবার প্রার্থী তালিকায় বড়সড় চমক দিতে চলেছেন মমতা ব্যানার্জি
আজ বুধবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এদিন দুপুরের পর দলের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেন মমতা ব্যানার্জি। তবে এবার একদফায় প্রার্থী তালিকা ঘোষণা হবে, নাকি ধাপে-ধাপে নাম ঘোষণা হবে তা খুব একটা নিশ্চিত নয়।
সূত্রের খবর, এবার প্রার্থী তালিকায় বড়সড় চমক দিতে চলেছেন মমতা ব্যানার্জি। একাধিক মন্ত্রীর নাম তালিকা থেকে বাদ যেতে চলেছে। পাশাপাশি, আনা হবে বহু নতুন মুখ। গত কয়েক দিন ধরে তালিকা চূড়ান্ত করা নিয়ে প্রস্তুতি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগেই মমতা ব্যানার্জি বার্তা দিয়েছেন, যাঁরা কাজ করেননি, বা যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের টিকিট দেবে না দল।
সূত্রের খবর, বিভিন্ন জগতের পরিচিত বহু ব্যক্তি এবার টিকিট পেতে চলেছেন। সায়নী ঘোষ, মনোজ তিওয়ারির টিকিট পাওয়া নিশ্চিত। পাশাপাশি বহু বিধায়কের আসন বদল করতে পারেন মমতা ব্যানার্জি। জানা যাচ্ছে, লোকসভার ফল বিবেচনা করে বিভিন্ন এলাকা থেকে যে রিপোর্ট প্রশান্ত কিশোরের টিম দিয়েছে তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে প্রার্থী মনোনয়ের ক্ষেত্রে।
Comments are closed.