ভোটের আগে ফের তৃণমূলের চমক। তৃণমূলে যোগ দিলেন অভিনেতা সায়ন্তিকা ব্যানার্জি।মঙ্গলবার তৃণমূল ভবন থেকে পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। এদিন তৃণমূল ভবনে পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাত্য বসু।
তৃণমূলে যোগ দেওয়ার পর সায়ন্তিকা জানান, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দিদির পাশে থেকে কাজ করতে চাই। এতদিন দিদির সঙ্গে ছিলাম। এবার পাশে থেকে মানুষের সেবা করব। এদিন বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে ধরেন তিনি।
আওয়ারা, উমা, ব্যোমকেশ পর্ব ছবিতে অভিনয় করেছেন সায়ন্তিকা।
এরআগেও তৃণমূলে যোগ দেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক। ডানলপের সভা থেকে মুখ্যমন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন।
এদিন শিক্ষাবিদ সন্দীপ কুমার পালও যোগ দেন তৃণমূলে।
Comments are closed.