হেরেও মানুষের পাশে, করোনাকালে বাঁকুড়াবাসীকে অক্সিজেন ও খাবার পৌঁছচ্ছেন সায়ন্তিকা

হেরে গেলেও ভুলতে পারেননি তিনি বাঁকুড়াবাসীকে

ভোটের আগে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হেরে গিয়েও সেই প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ সায়ন্তিকা ব্যানার্জি। প্ৰথম রাজনীতিতে পা দিয়েই বাঁকুড়া বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু হেরে যান। হেরে গেলেও ভুলতে পারেননি তিনি বাঁকুড়াবাসীকে।

করোনা অতিমারি কালে যখন চারিদিকে অক্সিজেনের হাহাকার, তখন বাঁকুড়াবাসীর দুয়ারে তিনি পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে খাবার-অক্সিজেন। ফেসবুক পোস্টে নিজেই একথা জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা অভিনেতা সায়ন্তিকা।

বাঁকুড়া স্টেডিয়ামে কোভিড সেফ হোম খুলেছেন তিনি। পাশাপাশি দুয়ারে অক্সিজেন ও খাবার পরিষেবাও চালু করেছেন।

একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। সেখানে ফোন করলেই কোভিড রোগীর বাড়ির দুয়ারে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। করোনায় আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার পরিষেবাও চালু করেছেন তৃণমূলের তারকা নেত্রী। শুধু হেল্পলাইন নম্বরে ফোন করে অর্ডার দিতে হবে।

দুপুরের খাবারের অর্ডার দেওয়ার জন্য সকাল ৭টা থেকে ৯টা এবং রাতের খাবারের অর্ডার দিতে দুপুর ২টো থেকে ৪টের মধ্যে ফোন করে অর্ডার করতে হবে।

ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, এইসব পরিষেবা চালু হয়েছে বাঁকুড়া মিউনিসিপালের পরিচালনায় এবং সায়ন্তিকা ব্যানার্জির উদ্যোগে। এর আগে চালু করেছিলেন তিনি অ্যাম্বুল্যান্স পরিষেবা। এরপর খাবার-অক্সিজেন পরিষেবা চালু হল। তৃণমূলের এই তারকা নেত্রীর মানবিক উদ্যোগে খুশি বাঁকুড়াবাসীও।

Comments are closed.