২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট মেটার পর মাঝরাতে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল এনআইএ। সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৩টের সময় পুলিশ সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন মুখপাত্র ও বর্তমান তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে এনআইএ।
দীর্ঘদিন জেল খেটে ছাড়া পেয়েছিলেন ছত্রধর। মুক্তির পর তাঁকে তৃণমূলের গুরুত্বপূর্ণ পদ দেন মমতা ব্যানার্জি। এবার নির্বাচনের আগে ঝাড়গ্রামের লালগড়ে সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেছিলেন ছত্রধর। শনিবারই ভোট দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিপুল ভোটে জিতবে বিজেপি। ভোট মিটতেই গভীর রাতে তাঁকে গ্রেফতার করল এনআইএ।
Comments are closed.