তিনমাস ধৈর্য ধরুন,এজেন্ডা পার্টিদের পাখা কাটব। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড-শোতে গিয়ে বিরোধীদের ঝাঁঝালো ভাষায় আক্রমণ মিঠুন চক্রবর্তীর। মঙ্গলবার প্রচারের শেষ বেলায় টেঙ্গুয়া থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড-শো করেন মহাগুরু। নাম না করে বিরোধীদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তিনি। এদিন বিজেপির স্টার ক্যাম্পেনারের মুখে কাটমানি প্রসঙ্গও উঠে আসে। বলেন, প্রতিটি কাজেই কাটামানি খাওয়া হচ্ছে।
[আরও পড়ুন- শুভেন্দুর মতো অত খারাপ না মুকুল, বেচারাকে কৃষ্ণনগর পাঠিয়েছে! নন্দীগ্রামে মমতা]
মঙ্গলবার একুশের নির্বাচনের মূল আকর্ষণ নন্দীগ্রামের ভোটের প্রচারের শেষ দিন ছিল। শেষ দিনেই শুভেন্দুর হয়ে প্রচারে নন্দীগ্রাম মাতালেন মিঠুন চক্রবর্তী।
Comments are closed.