মিলবে স্বস্তি! আর কিছুক্ষণ পরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু বৃষ্টি, তালিকায় কী কলকাতাও? 

শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোক। আবহাওয়ার রিপোর্ট বলছে, রবিবার দুপুর নাগাদ মায়নামারের সিতওয়ে বন্দরের কাছে ল্যান্ডফল করবে মোক। বাংলাদেশের উপকূলের কয়েকটি জায়গায়ও ব্যাপক তান্ডব চালাতে পারে মোকা। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, মোকা’র জেরেই এ রাজ্যেও আবহাওয়ার বদল আসছে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

জানা গিয়েছে, শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে হাওড়া, কলকাতা এবং নদীয়া সহ পশ্চিমের কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বৃষ্টি শুরু হলে তা রবিবার পর্যন্ত চলতে পারে। 

বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর গরমের হাত থেকে কি রেহাই মিলবে? রাজ্যবাসীর মনে এখন এই একটাই প্রশ্ন। তবে গরম থেকে মুক্তি মিলতে পারে, এমন সম্ভবনার কথা হাওয়া অফিস জানায়নি। বদলে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে পশ্চিমের জেলাগুলোতে ফের তাপপ্রবাহ শুরু হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে লু বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহের সম্ভবনা না থাকলেও গরম বাড়বে। ফলে, এখনই অস্বস্তির হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। 

 

Comments are closed.