WB Election 2021: গা গরম! বুথ থেকে তৃণমূলের ভোটার ফিরিয়ে দেওয়ার অভিযোগ নন্দীগ্রামে

খাতায় কলমেই সীমাবদ্ধ কোভিড বিধি

তীব্র গরমে সেদ্ধ হওয়ার জোগাড়। কড়া রোদ মাথায় নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে বহু মানুষ। জায়গার নাম নন্দীগ্রাম। আর ২৯ টি কেন্দ্রের মতোই জমি আন্দোলনের আঁতুড় ঘরেও চলছিল ভোটগ্রহণ। কিন্তু সেখানেই উঁকি দিল এক আজব অভিযোগ। ভোটের বাংলায় ডান, বাম সবাই চুটিয়ে ভোটের প্রচার করেছে/করছে। খাতায় কলমেই সীমাবদ্ধ কোভিড বিধি। কিন্তু অভিযোগ, খোদ নন্দীগ্রামে গা গরম এই অভিযোগে ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, ভাইরাল হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। অভিযোগ, গা গরম ব্যক্তিরা সবাই তৃণমূলের সমর্থক বলে পরিচিত। এক সাংবাদিক ট্যুইটারে শেয়ার করেছেন এই ভিডিও। 

TheBengalStory এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভিডিওতে একাধিক মহিলাকে বলতে শোনা যাচ্ছে, আমরা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ছিলাম। শরীর গরম হয়ে ছিল। তাই আমাদের ভোট দিতে দিল না। 

Comments are closed.