বিরোধী নেতাকে জেলে ভরার হুমকি! হেমন্ত বিশ্বশর্মার ভোট-প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
৪৮ ঘন্টা তথা দু'দিনের জন্য প্রচারে ব্যান হয়ে গেলেন হিমন্ত
ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি হল অসমের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার উপর। মঙ্গলবার অসমে তৃতীয় দফার ভোট। ৪৮ ঘন্টা তথা দু’দিনের জন্য প্রচারে ব্যান হয়ে গেলেন হিমন্ত।
কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করে।
অসমে বিরোধী দল কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় কমিশনকে অভিযোগ জানায়, NIA -র অপব্যবহার করে বিরোধীপক্ষের বেরোল্যান্ড পিপলস ফন্টের প্রধান হগ্রামা মহিলারিকে জেলে ভরার হুমকি দেন বিজেপি নেতা। এই অভিযোগের পর হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।
হগ্রামা মহিলারির দল একসময় বিজেপির জোটসঙ্গী ছিল। কিন্তু পরে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করলে গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসের জোটে যোগ দেয় বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট।
Comments are closed.