কৌশানীর ভাইরাল ভিডিও নিয়ে জোর তরজা, আইটি সেলের কারসাজি, অভিযোগ তারকা প্রার্থীর
ভাইরাল হওয়া তৃণমূল প্রার্থীর ভিডিও ট্যুইট করে অভিযোগ তুলল বিজেপি
‘ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি!’ ভোটের মুখে স্যোশাল দুনিয়ায় ভাইরাল কৃষ্ণনগর উত্তরের তারকা তৃণমূল প্রার্থী কৌশানি মুখার্জি ভিডিও। ভাইরাল হওয়া মাত্রই ভিডিও নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী।
এবার ভাইরাল হওয়া তৃণমূল প্রার্থীর ভিডিও ট্যুইট করে অভিযোগ তুলল বিজেপি। বিজেপির অভিযোগ, এইভাবে বাংলার মহিলাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন কৌশানী। এটাই তৃণমূলের সংস্কৃতি। মা-বোনদের হুমকি দিয়ে ভোট পেতে চাইছেন কৌশানী।
"Everyone’s got mothers & sisters at home, think before you vote" – Kaushani Mukherjee, TMC candidate from Krishnanagar North.
This is how she threatened the women of Bengal, this is Pishi’s culture. The women of Bengal are definitely not safe under Pishi’s rule. pic.twitter.com/sdvPrbkUND
— BJP Bengal (@BJP4Bengal) April 2, 2021
পাল্টা উত্তর দিয়েছেন কৌশানীও। হুমকির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিজেপি-শাসিত রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থার কথা বলেছিলাম। একটা অংশ এডিট করে আমার বিরুদ্ধে প্রচার করছে বিজেপির আইটি সেল, অভিযোগ কৌশানীর।
এদিকে শনিবার নদিয়ার আসাসনগরের ডাফরকোটায় কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানির মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রোড শো চলাকালীন বিজেপি সমর্থকরা তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেন বলে অভিযোগ। পাল্টা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থকরাও। দু’দলের হাতাহাতি শুরু হলে ঘটনাস্থলে পুলিশ নামানো হয়।
Comments are closed.