বাহিনী নয় ভোটার কার্ড দেখতে পারবেন ফার্স্ট পোলিং অফিসার, নীতিগত জয় বলছে তৃণমূল

তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটকেন্দ্রে ভোটারদের পরিচয়পত্র দেখতে পারবেন না কোনও নিরাপত্তারক্ষী। শুধুমাত্র ফার্স্ট পোলিং অফিসারই দেখতে পারবেন ভোটার কার্ড।

রাজ্যের নির্বাচনী নোডাল অফিসার এ কে সিংহ এবং এডিজি আইনশৃঙ্খলা জগমোহনকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

শুক্রবার তৃণমূলের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে একগুচ্ছ অভিযোগ জানায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করা হয়েছিল। ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী বলেও অভিযোগ করেছিল তৃণমূল। তৃণমূলের অভিযোগ পুরোপুরি না মানলেও কিছু বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কমিশন।

কমিশনে প্রমাণসহ সেই অভিযোগপত্রে তৃণমূল দাবি করে, অভিযুক্ত জওয়ানদের নির্বাচনের কাজে যেন যুক্ত না করা হয়। অভিযোগের ভিত্তিতে রাজ্যের নোডাল অফিসার এ কে সিংহের সঙ্গে বৈঠক সারেন কমিশনের আধিকারিকরা। সেই বৈঠক থেকেই নোডাল অফিসারকে এই নির্দেশ দিয়েছে কমিশন। ভোটারদের প্রভাবিত করার বিষয়টিতে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, লাইনে ভোটারদের পরিচয়পত্র আছে কিনা, তা দূর থেকে খতিয়ে দেখতে পারবেন বাহিনীর জওয়ানরা।

Comments are closed.