কোচবিহারের শীতলকুচিতে CAPF এর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। তৃণমূলের অভিযোগ, মাথাভাঙ্গা ১ ব্লকের শীতলকুচির ১২৬ নম্বর বুথে CRPF এর জাওয়ানরা সাধারণ ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন।
ঘটনাস্থলে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সামান্য বচসা হয়। সেই সময়, CRPF-এর জওয়ানরা তৃণমূল কর্মীদের নির্দিষ্ট ভাবে টার্গেট করে গুলি চালান। কেন্দ্রীয় বাহিনীর চালানো গুলিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চারজন আহতকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু ঘটে। মৃত প্রত্যেকেই তাদের কর্মী বলে দাবি, ঘাসফুল শিবিরের।
নির্বাচন কমিশনের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ওই এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেঁধে গিয়েছিল। থামাতে গিয়ে আক্রান্ত হয় সিএপিএফ। তারপর আত্মরক্ষায় তারা গুলি চালায়।
Comments are closed.