কোচবিহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। বিজেপির প্রতি জনসমর্থন দেখে দিদি আর দিদির গুন্ডারা ঘাবড়ে গিয়ে এখন এই সব করছে। আমি দিদিকে বলতে চাই তৃণমূলের গুন্ডাগিরি আর চলবে না। হিংসা করে বাঁচতে পারবেন না দিদি। শিলিগুড়ি থেকে বললেন নরেন্দ্র মোদী।
[আরও পড়ুন: শীতলকুচিতে CAPF এর গুলিতে মৃত ৪, মৃতদের তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের]
সভা থেকে মোদী গৌতম দেবের হুমকি দেওয়ার ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তোলেন মোদী। বলেন, একজন মন্ত্রী এভাবে কথা বলেন? তারপরই মোদীর চ্যালেঞ্জ, কার এত হিম্মত বাঙালিকে গৃহচ্যুত করে। বাংলা দিদির জমিদারি নয়, বলেন মোদী।
প্রধানমন্ত্রীর হুঙ্কার, দিদির অপশাসনের অবসান হচ্ছে ২ তারিখ। সেই দিন থেকেই বাংলায় আসল পরিবর্তনের শুরু। মোদী বলেন, দিদির সঙ্গে সঙ্গে দুর্নীতি, সাম্প্রদায়িক তোষণও বাংলা থেকে চিরকালের জন্য বিদায় নেবে।
Comments are closed.