আইকোর মামলায় ED’র তলব পার্থ চ্যাটার্জিকে, ডাক TMC নেতা বাপ্পাদিত্যকেও
এর আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে আইকোর মামলায় পার্থ চ্যাটার্জিকে তলব করেছিল সিবিআই
বেহালায় ভোট মিটতেই আইকোর মামলায় ইডি তলব পার্থ চ্যাটার্জিকে। একই সঙ্গে ডাক তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও।
সূত্রের খবর, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চ্যাটার্জিকে। মঞ্চে দাঁড়িয়ে সংস্থার সমর্থনে কথা বলতে দেখা যায় তাঁকে। সেই প্রসঙ্গেই জিজ্ঞাসাবাদ করতে ইডির তলব তৃণমূলের মহাসচিবকে।
অন্যদিকে ইডি সূত্রে খবর, আইকোরের সঙ্গে বাপ্পাদিত্য দাশগুপ্তের কী সম্পর্ক ছিল, সে বিষয়ে জানতে চাওয়া হবে বিদায়ী কাউন্সিলের কাছে। আগামী সপ্তাহে দু’জনকেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।
ইতিমধ্যেই মার্চের দ্বিতীয় সপ্তাহে আইকোর মামলায় পার্থ চ্যাটার্জিকে তলব করেছিল সিবিআই। ১৫ মার্চ হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন পার্থ চ্যাটার্জি। যদিও সিবিআই পার্থর চিঠি পাওয়ার খবর স্বীকার করেনি।
Comments are closed.